আনোয়ার হোসেন আন্নু বিশেষ প্রতিনিধিঃ
জাবি শিক্ষার্থী বনী আমিনকে ছেড়ে দিয়েছে র্যাব
জঙ্গিবাদে জড়িত সন্দেহে আটক করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ বনী আমিন ফকিরকে ছেড়ে দিয়েছে র্যাব।
৪৮তম ব্যাচের শিক্ষার্থী বনী আমিন বিশ্বকবি রবীন্দ্রনাথ হলের আবাসিক শিক্ষার্থী। তিনি ‘সবুজ পরিবেশ আন্দোলন’ নামে একটি সংগঠনের সক্রিয় কর্মী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে উগ্রবাদী ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে র্যাব গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গেরুয়া এলাকা থেকে বনী আমিনকে আটক করে।
এ সময় তাঁর কক্ষ থেকে র্যাব একটি মোবাইল ও পুরাতন ডেস্কটপ কম্পিউটার জব্দ করে। পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য র্যাব-৪-এর কার্যালয় নেওয়া হয়। খবর দেওয়া হয় অভিভাবককে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) জিয়াউর রহমান চৌধুরী বৃহস্পতিবার রাতে আটক ওই শিক্ষার্থীকে ছেড়ে দেওয়ার তথ্য নিশ্চিত বলেন, ‘কিছু অভিযোগের ভিত্তিতে আমরা বনি আমিনকে এনেছিলাম। তবে, সেসবের প্রমাণ না মেলায় আমরা তাঁকে তাঁর বাবার কাছে হস্তান্তর করেছি।’
বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমাকে র্যাবের পক্ষ থেকে ডাকা হয়েছিল। তাঁরা আমার ছেলে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীকালে আমার কাছ থেকে একটা কাগজে স্বাক্ষর নিয়ে বনিকে ছেড়ে দেয়।’
গ্রেপ্তারের পর থেকে মুক্তি পাওয়া পর্যন্ত নানা বিড়ম্বনায় থাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বনি আমিন নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘আমার বাসায় অভিযান এবং আমাকে গ্রেপ্তার পরবর্তী গণমাধ্যমে যে ধরনের তথ্য এসেছে, সে মানসিক ক্ষত কোনোদিন মুছে ফেলা যাবে না।’
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy