প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৫, ২:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২০, ২০২১, ১২:৪৩ এ.এম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যলায়ে জন্ম নিবন্ধন সনদ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক পোশাক শ্রমিক
![](https://i0.wp.com/surjodoy.com/wp-content/uploads/2021/01/USER_SCOPED_TEMP_DATA_orca-image-1502525727.jpeg?fit=480%2C325&ssl=1?v=1611081785)
এমরান হোসেন, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ কার্যলায়ে জন্ম নিবন্ধন সনদ নিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক পোশাক শ্রমিক।
সোমবার রাতে অভিযুক্ত নাজমুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।নাজমুল হক বাবু পশ্চিম নিলক্ষিয়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তা বকশীগঞ্জ থানার এসআই আবু শরিফ জানান, করোনা মহামারীর কারণে লকডাউনের সময় ধর্ষণের শিকার ওই নারী চাকরি হারান। দীর্ঘদিন বাড়িতে বেকার থাকার পর তিনি সম্প্রতি ঢাকায় অন্য একটি পোশাক কারখানায় চাকরির চেষ্টা করেন। এতে তার জন্ম নিবন্ধনের প্রয়োজন পড়ে।
তিনি জন্ম নিবন্ধন সনদ নিতে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদে যান। ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নাজমুল হক বাবু তাকে ১৪ তারিখে জন্মনিবন্ধন দেয়ার কথা বলে পরিষদে আসতে বলেন। নির্ধারিত তারিখে ওই পোশাক শ্রমিক জন্ম নিবন্ধন নিতে এলে পরিষদের অফিস কক্ষে অন্য ব্যক্তির সহায়তায় তাকে ধর্ষণ করেন নাজমুল হক বাবু।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনকে আসামী করে মামলা করেছেন ওই পোশাক শ্রমিক। মামলার প্রধান আসামি নাজমুল হক বাবুকে মধ্যরাতে তার নিজবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণে সহয়তা করা অপর ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy