প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৫:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২১, ১০:৫১ পি.এম
জামালপুরে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক সেনা সদস্য আটক
মিজানুর রহমান মিজু, নিজস্ব প্রতিবেদকঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশআনী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে শুক্রবার (২ এপ্রিল) এক সেনা সদস্যকে আটকের পর মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
আটককৃত সেনা সদস্য মোঃ লোকমান (২৭) বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামের আব্দুল গণির ছেলে।
বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে দশআনী নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়।
অভিযোগের পেয়ে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।অভিযুক্ত সেনা সদস্য লোকমান কে ঘটনাস্থলেই পাওয়া যায়। এ সময় একটি ড্রেজার মেশিন ও ২০০ মিটার পাইপ জব্দ করা হয়।
প্রথমে লোকমান মৌখিকভাবে অপরাধ স্বীকার করলেও পরে ভ্রাম্যমাণ আদালতের ফরমে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, আটককৃত ওই সেনা সদস্যের বিরুদ্ধে বকশীগঞ্জ সদর ইউনিয়নের নায়েব মুক্তার হোসেন বাদী হয়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (৪) এর ধারায় একটি মামলা দায়ের করেছেন।
আটক সেনা সদস্যকে শুক্রবার দুপুরে মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy