জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করা হয়েছে।
বুধবার দুপুরে ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের শিক্ষক, কর্মচারী,অভিবাবক ও ছাত্রছাত্রীদের আয়োজনে জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এম মোফাজুল হোসেন,বাশচড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল খায়ের খোকা,নরুন্দি ইউনয়িন সভাপতি নাজমুল হক,ঘোড়াধাপ ইউনিয়ন সভাপতি ফজলুল হক,কলেজের গর্ভনিং বডির সদস্য আমিনুল ইসলাম আঙ্গুর,সহকারী অধ্যাপক তরিকুল ফেরদৌস,তোফাজ্জল হোসেন,শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম,প্রভাষক আল আমীন শিবলী,মাহাবুবুল আলম রিপন,রাশিদুল ইসলাম আকন্দ সহ আরো অনেকে। এ সময় বক্তারা কলেজের সাময়িক বরখাস্থকৃত উপাদক্ষ এ বিএম ফরহাদ উদ্দিন তার ফেসবুক স্টেটাসে সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি বিরুদ্ধে আপত্তিমূলক লেখা প্রকাশ করায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানায়। এর আগে একটি বিক্ষোভ মিছিল কলেজ থেকে বের হয়ে গোপালপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এ সময় জামালপুর-ময়মনসিংহ সড়ক অবরোধ হয়ে দুই পাশের যান চলাচল ঘন্টাখানিক বন্ধ হয়ে যায়।