আন্তর্জাতিক ডেস্ক,
জার্মানিতে পুরস্কৃত ‘রিকশা গার্ল’
জার্মানিতে অনুষ্ঠিত ২৬তম শ্নিঙ্গেল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে বাংলাদেশি সিনেমা অমিতাভ রেজা পরিচালিত ‘রিকশা গার্ল’। আয়োজনে এসএলএম সর্বোচ্চ পদক [এসএলএম টপ অ্যাওয়ার্ড] অর্জন করেছে সিনেমাটি। জানা গেছে, আন্তর্জাতিক এ উৎসবটি ১৯৯৬ সাল থেকে শিশু-কিশোরদের জন্য নির্মিত সিনেমা থেকে বাছাই করে বিভিন্ন বিভাগে মনোনয়ন দিয়ে থাকে। এবারের আয়োজনে ৭৭টি ফিচার ফিল্ম এবং ১১৬টি শর্ট ফিল্ম বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। ‘রিকশা গার্ল’ সিনেমার গল্প নাইমা নামে এক কিশোরীকে নিয়ে। তার বাবা রিকশা চালাতেন। অসুস্থ হয়ে এখন ঘরেই থাকেন। নাইমা মূলত রং-তুলি দিয়ে নকশা করে। এ সিনেমায় নাইমার ভূমিকায় রয়েছেন নভেরা রহমান।
‘রিকশা গার্ল’ বাংলাদেশ-আমেরিকার যৌথ প্রযোজনার ছবি। ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের লেখিকা মিতালি পারকিনসের কিশোর সাহিত্য ‘রিকশা গার্ল’ বইটি ২০০৭ সালে নিউইয়র্কে সর্বাধিক বিক্রি হয়েছিল। সে উপন্যাসের ছায়া অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন নাফিস আমিন ও শর্বরী জোহরা আহমেদ। ‘রিকশা গার্ল’ সিনেমার প্রযোজক এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল, শিহাব আহমেদ সিরাজী ও আসাদুজ্জামান সকাল। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন মাইকেল ভ্যানডেওয়ালে।