য়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি: গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় সাড়ে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ।
শুক্রবার দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে নিরঞ্জন হালদারের জালে মাছটি ধরা পড়ে। নিরঞ্জন হালদার ফরিদপুরের চরভদ্রাসন এলাকার বাসিন্দা।
দৌলতদিয়ার শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান জানান, শুক্রবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে নিরঞ্জন হালদারের জালে একটি কাতল মাছ ধরা পড়ে। যার ওজন ২৫ কেজি ৩শ’ গ্রাম।
তিনি জানান, মাছটি আড়তে আনলে ১৬শ’ টাকা কেজি দরে কিনে নেন তিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৭শ’ টাকা কেজি দরে বিক্রি করেন এ আড়তদার।