তৌফিকুল ইসলাম(কালাই)প্রতিনিধিঃ-
Facebook Twitter share
জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে থেকে দুই লাখ টাকার জাল নোটসহ প্রতাকর চক্রের ৪ সদস্যকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ মে) ভোর সকালে ওই এলাকার সামনের একটি রাস্তা থেকে জাল নোট গুলিসহ তাদের আটক করা হয়।
Surjodoy.com
আটককৃতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার তালহারা গ্রামের মোসলেম উদ্দিন আকন্দের ছেলে মানিক আকন্দ (৩৬), নজরুল ইসলাম প্রামানিকের ছেলে আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪), একই উপজেলার গোদন কুড়ি গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে নায়েব আলী মৃধা (৩৪) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আবু মুছা ফকিরের ছেলে জাকারিয়া ফকির (৩০)।
The Daily surjodoy
রাজশাহীর-সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা দৈনিক সূর্যোদয়কে জানান, জয়পুরহাটের কালাই উপজেলার পুনট কোল্ড স্টোরের সামনে জাল টাকা ক্রয়-বিক্রয় করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে জালনোট চক্রের ৪ জনকে আটক করে। সেই সময় তাদের দেহ তল্লাশী করে দুই লাখ টাকার জাল নোট ও জাল টাকা বিক্রয়লব্দ নগদ ৪ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
The Daily surjodoy
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে জয়পুরহাটের কালাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের পর বৃহস্পতিবার দুপুরের পর জয়পুরহাট জেলা কারাগারে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply