1. admin@surjodoy.com : Main : Admin Main
  2. dainiksurjodoy24@gmail.com : admin2020 : TOWHID AHAMMED REZA
  3. editor@surjodoy.com : Daily Surjodoy : Daily Surjodoy
জিতেও হাবিব হাসানের সামনে যেতে লজ্জা পাচ্ছেন কেন্দ্র কমিটির নেতারা
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ক্যাব প্রস্তাবিত জ্বালানি রূপান্তর নীতি প্রনয়ন,বিদ্যুৎ ও জ্বালানিখাত সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস চাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর রাজশাহীতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতির নিন্ম আদালতে আত্মসমর্পণ জামিন নামঞ্জুর জেল হাজতে প্রেরন ফুলবাড়িতে যথাযথ মর্যাদায় সশস্ত্রবাহিনী দিবস উদযাপিত বাসে উঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজ ছাত্রদের সংঘর্ষে রণক্ষেত্র সাইন্সল্যাব এলাকা আইজিপি হিসেবে নিয়োগ পেলেন বাহারুল আলম পুঠিয়ায় সাথী ক্লিনিককে ১০ হাজার জরিমানা, সাংবাদিকের হুমকি নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি রাজশাহীতে গোপনে মৃত ব্যাক্তির জমি বিক্রয়ের অভিযোগ

জিতেও হাবিব হাসানের সামনে যেতে লজ্জা পাচ্ছেন কেন্দ্র কমিটির নেতারা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০, ৩.০৪ পিএম
  • ২২১ বার পঠিত

হুমায়ুন কিবর: ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীকে ৭০ হাজারের বেশী ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন। ভোটের ব্যবধান বেশী হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ায় লজ্জায় এমপির সামনে যেতে লজ্জা পাচ্ছেন অধিকাংশ কেন্দ্র কমিটির নেতারা। কোন কোন কেন্দ্রে কেন্দ্র কমিটির সংখার চেয়ে ভোট কম হয়, এতে নির্বাচন পরিচালনা কমিটির নানান প্রশ্নের সম্মুখিন হতে পারেরন বলে মনে করছেন অনেক সিনিয়র নেতা।
কেন্দ্রে সম্মানজনক ভোটার উপস্থিত করার লক্ষ্যে কেন্দ্র কমিটিকে একাধিক নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ভোটার আনার কাজ না করে কেন্দ্রের সামনে সোডাউন করে চেহারা দেখানোই ছিল তাদের কাজ, এমনটাই মনে করছেন একাধিক আওয়ামী লীগ নেতা।
বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় এ্যপস ব্যবহার না করায় ভোট দিতে এসে ভোটার নং খুঁজে পেতে অনেক সময় লাগছে। বিষয়টি হাবিব হাসান ভক্ত এক নেতার দৃস্টিতে পরলে তিনি কেন্দ্র কমিটির দায়িত্ব পালনে অবহেলার জন্য ক্ষোভ প্রকাশ করে দ্রুত এ্যপসের ব্যবস্থা করেন এবং ভোটার আনার তাগিদ দেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ঢাকা-১৮ সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হয়। এতে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। গণফ্রন্টের কাজী মো. শহিদুল্লাহ ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেস মো. ওমর ফারুক ৯১ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দল মো. মহিবুল্লাহ বাহার ৮৭ ভোট পেয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১, ১৭, ৪৩, ৪৪, ৪৫,৪৬, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে ঢাকা-১৮ আসন গঠিত। এখানে ২১৭টি ভোট কেন্দ্রে মোট ৫ লাখ ৭৭ হাজার ১৮৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৮১ হাজার ৫৩ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Comments are closed.

© All rights reserved  2020 Daily Surjodoy
Theme Customized BY CreativeNews