প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২২, ১:৪৫ এ.এম
জুট স্পিনার্স শ্রমিকদের বেতন-বোনাস ও মিল চালুর দাবিতে প্রতিবাদ সভা
জিয়াউল ইসলাম বিভাগীয় ব্যুরো প্রধান খুলনাঃ
শুক্রবার বিকাল চার ঘটিকার সময় খুলনা খানজাহান আলী থানাধীন শিরোমনি শহীদ মিনার চত্বরে জুট স্পিনার্স মিল চালু ও শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে জুট স্পিনার্স এর উদ্যোগে প্রতিবাদ ও জনসভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন, শেখ আমজাদ হোসেন (সভাপতি বেসরকারি পাঁচ সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশন খুলনা), শাহ্ মোহাম্মদ মঈনুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন (বেসরকারি পাঁচ সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশন খুলনা), অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাবেক খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা স ম রেজওয়ান আলী, বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাব উদ্দিন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবদুস সাত্তার , কাবিল হোসেন আফিল জুট মিলের সাবেক সভাপতি, আসাদুজ্জামান আশা, শেখ কিসমত শেখ ইকবাল হোসেন, আলাউদ্দিন আলা প্রমুখ ।
বক্তাগণ বলেন,
জুট স্পিনার্স কর্মচারী ইউনিয়ন সদস্য শেখ কিসমত আলী বলেন,
পাঁচ বছর ধরে ভুগছি জুট স্পিনার্স এর পরিচালক আমাদের বলেছিল ডিসেম্বর মাসে মিল চালু করবে কিন্তু মিল চালু করেন নাই , কিছু চিটার দালাল, মিল মালিকের সাথে আছে। আপনারা সবাই সতর্ক থাকেন এই মিলের হাজার হাজার মানুষ না খেয়ে আছে। কিন্তু মিল মালিক ঠিকই দুবেলা বাজার করছে, আমরা আর মিল চালাতে চাইনা, একটাই দাবী আমাদের দেনা পাওনা দিয়ে দেন । স. ম রেজওয়ান আলী (বীর মুক্তিযোদ্ধা) খানজাহান আলী থানা কমান্ডার বলেন:আমি শুনেছি যে সকল জুট মিল বন্ধ হয়েছে তাদেরকে বেতন বোনাস দেওয়া হচ্ছেনা কিন্তু আমার প্রশ্ন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান বলেছিল কোন শ্রমিক না খেয়ে থাকবে না ,মারা যাবে না. তারই সুযোগ্য মেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাঃ কাছে জানতে চাই আজ শ্রমিক না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তাই মিডিয়া , পুলিশ , ডিজিএফআই ,এনএসআই আপনারা সঠিক রিপোর্ট দেন তা না হলে , শ্রমিকদের নিয়ে আমি মাননীয় নেত্রীর কাছে যাব । আমরা মুক্তিযোদ্ধা সংসদ, বীর মুক্তিযোদ্ধারা আপনাদের সাথে নিয়ে রাজপথে থাকবো দেখি কে ঠেকায়। ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক খানজাহান আলী থানা আবদুস সাত্তার মোল্লা বলেন বিগত পাঁচ বছর ধরে মিল টি বন্ধ আছে, এই মিটিংয়ে যারা আসেনি তারা মালিকের দালাল । এই আন্দোলনের সাথে আছে সাধারণ শ্রমিক এর আগেও আন্দোলন করেছিলাম ঢাকায় মিটিং হয়েছিল মালিক কিছু টাকা শ্রমিকদের দিয়ে ছিল এই এলাকায় কেটে খাওয়া শ্রমিকের পাশে থেকে বন্ধকৃত মিল চালু বেতন বোনাস দাবি আদায়ের আমরা সবাই একসাথে কাজ করব। শেখ আমজাদ হোসেন (বেসরকারি বস্ত্র ও পাট শ্রমিক কনফেডারেশন)তিনি বলেন আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো এবং আগামী দিনের কর্মসূচি ঘোষণা করলাম ,
১। আগামী ২/১/২০২২ ইং সকাল ১১ ঘটিকা হইতে দুপুর ১টা পর্যন্ত শ্রম ভবন রুপসা অবস্থান কর্মসূচি।
২। ৫/১/২০২২ ইং খুলনা
প্রেসক্লাবের সামনে সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত গণ অনশন।
৩। আগামী৯/১/২০২২ইং সকাল ১০ ঘটিকা হইতে দুপুর ১টা পর্যন্ত শিরোমনি রাজপথ রেলপথ অবরোধ। অনুষ্ঠিত হইবে ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy