জেদ্দায় বাংলাদেশি মালিকানাধীন রয়েল রেস্টুরেন্টের উদ্বোধন
সৌদি আরব প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণের প্রভাবে থমকে গিয়েছিল সৌদি আরবের ছোট-বড় ব্যবসা। বিগত দুই মাস থেকে ঘুরে দাঁড়ানোর সংগ্রাম চালিয়ে যাচ্ছে সকল প্রতিষ্ঠান। নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠানও চালু হচ্ছে। সম্প্রতি সৌদি আরবের বন্দর নগরীর জেদ্দার হাইআল সাফায় বাংলাদেশি মালিকানাধীন ‘রয়েল রেস্টুরেন্ট’এর যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশি খাবারের পাশাপাশি বিভিন্ন দেশের খাবারের ব্যবস্থা রয়েছে। এছাড়া বাংলাদেশী কমিউনিটির যে কোন অনুষ্ঠানের খাবার সরবরাহ করার ব্যবস্থা রয়েছে।
ফিতা কেটে রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সভাপতি ও চ্যানেল আই সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টুরেন্টে স্বত্বাধিকারী দৈনিক নবোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবি আবেদা সুলতানা, বিশিষ্ট ব্যবসায়ী মঈন চৌধুরী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সাধারণ সম্পাদক আতাউর রহমান ভূইয়া, রাবেল ট্রাভেল এন্ড টুরিজম এর কর্ণধার নাঈম উদ্দিন, রিপোর্টার্স এসোসিয়েশন অফ ইলেকট্রনিক মিডিয়া পঞ্চিমাঞ্চল সৌদিআরব এর সাংগঠনিক সম্পাদক বাহার উদ্দিন বকুল।
প্রধান অতিথি বলেন, ‘ সৌদি আরবে মহামারী কাটিয়ে উঠেতে বাংলাদেশি ব্যবসায়ীরা সফল ভাবে কাজ করছে । তাদেরকে উৎসাহ দিতে আমরা পাশে আছি।’ দেশীয় ব্যবসার মান বৃদ্ধি করে গুরুত্ব সৃষ্টি করতে ব্যবসায়ীদের আহ্বান জানান তিনি । এসময় রেস্টুরেন্টের পরিচালক সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, পরিচালক মোঃ ফরিদ, মোহাম্মদ ইদ্রিস, মাহবুবুর আলম, বাপ্পী লস্কর, তাহের, সাইফুল ইসলাম, মনির হোসেন, সাংবাদিক রঞ্জু আহমেদ, সাংবাদিক আল মামুন শীপন, কাউসার আব্দুস সালাম, মোহাম্মদ নূরসহ বেশ কিছু বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।
উপস্থিত কমিউনিটি ব্যক্তিরা নতুন এই প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে জেদ্দার বিভিন্ন অঞ্চলের বহু প্রবাসী বাংলাদেশি সহ অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy