মাসউদ রানা
'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই'এই স্লোগানে তারুণ্যের উৎসব উপলক্ষে দিনাজপুরে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে দিনাজপুর জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি মো,আমিনুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই ক্রিড়াঙ্গনে অংশগ্রহণের মাধ্যমে নিজের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং সেই সাথে দেশকেও এগিয়ে নিয়ে যাবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জেন -জি নতুন সূর্য এনে দিয়েছে। তাদের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
দিনাজপুরের জেলা প্রশাসক মো,রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পুলিশ সুপার নাজমুল হাসান পিপিএম,সেবা।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নূর এ আলোমের সঞ্চালনায় এ সময় ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোসা.শামসুন নেহার, জেলা ক্রিড়া অফিসার মো. আকরাম হোসাইনসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রধান গণ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বালক দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজ ও রানারআপ হয় কাহারোল উচ্চ বিদ্যালয়। বালিকা দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় কামোর উচ্চ বিদ্যালয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy