প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২০, ২:১১ এ.এম
জেলা,পুলিশ সুপারের হস্তক্ষেপ চায়-ভালুকার কাতলামারীর জয়নাল
ময়মনসিংহের ভালুকা উপজেলাধীন কাতলামারী গ্রামের মোঃ জয়নাল আবেদীন ( ৪০) পিতা মৃত ইন্তাজ আলী বাদী হয়ে গত ২৫ শে জুন ২০২০ তারিখ ময়মনসিংহ পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ দায়ের করেন। যাদের বিরুদ্ধে তারা হলো ১। হালিম শিকদার (৫৮) পিতা মৃত ছাবেদ আলী শিকদার,২।আলী হায়দার (৫৫) পিতা মৃত নজর আলী সরকার,৩। আ: রশিদ শিকদার (৩৫) পিতা,হালিম শিকদার, ৪। রাসেল শিকদার (২২),৫। রাজু শিকদার (১৮) উভয় পিতা সহিদ শিকদার সর্ব সাং কাতলামারী থানা- উপজেলা ভালুকা ময়মনসিংহ,আরও ৮/ ১০ জন অজ্ঞাত। অভিযোগ সুত্রে প্রকাশ হালিম শিকাদার সহ একদল ভুক্ত কতক লোক এসে পূর্ব পরিকল্পিত অনুযায়ী সন্ত্রাসী টাইলে, জয়নাল আবেদীনের স্কুল পড়োয়া মেয়ে সুমি সহ পরিবার কয়েক জন কে ব্যাপক মার পিট করেন গত ১৬ জুন ২০২০ ইং রোজ মঙ্গলবার দিন আনুমানিক সময় সকাল সাড়ে ৭ টায়। হামলার শিকার কাতলামারী উচচ বিদ্যালয়ের ১০ ম শ্রেনী ছাত্রী সুমির উপযুক্ত চিকিৎসা হয়নি টাকারঅভাবে। যে জন্য সুমিএখন বাড়ীর মধ্যে মৃত্যু শায়ী অবস্থায় বিছানা শুয়ে রয়েছে। এ ঘটনার পরি প্রেক্ষিতে জয়নাল আবেদীন ভালুকায় সংবাদ সম্মেলন করে এবং ১৮ জুন ২০২০ ইং তারিখ ভালুকা মডেল থানা হালিম শিকদার সহ ৫ জনের নাম উল্লেখ করে সুমির পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় সাংবাদিক সম্মেলন করার কারণে ভালুকা মডেল থানা এক এস আই ক্ষিপ্ত হয় জয়নাল আবেদীনের প্রতি। সে কারণে সু কৌশল মডেল থানার জনৈক এস আই হামলা কারী চক্রের মুল হুতা হালিম শিকদার এর সঙ্গে আতাঁতের মাধ্যমে জয়নাল আবেদীনের অভিযোগ থানা আগে রেকর্ড না করে- বিপক্ষের অভিযোগ আগে রেকর্ড করেন। ফলে মামলার নং ২৪ হয় বিপক্ষের এবং নিযার্তীত বাদীপক্ষ জয়নাল আবেদীন এর মামলা নং২৫ ভালুকা মডেল থানা। এ অবস্থায় মামলা রেকর্ড করে থানার এক মহিলা এস, আই, বাদী জয়নাল আবেদীনকে হুমকি দিয়ে বলেন থানা প্রবেশ করলে গ্রেপ্তার করবেন। এ ভাবে মহিলা,এস, আই মামলার পি আই ও,সমস্যা করছে বলে সংবাদ পাওয়া গেছএবং তিনি হালিম শিকাদারের টাকার গন্ধে সু কৌশলে কাতলামারীর এক শ্রেনীর অর্থলোভী স্থানীয় আওয়ামী নেতার ননিরবতা কাজে লাগায়ে, জয়নাল আবেদীনের অভিযোগ থানার মামলা রেকর্ড করেছেপরে। চিহ্নিত ঘটনা কাতলামারীর আওয়ামীলীগ মুখ খুলেনি। ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন চেয়ারম্যানের কাছে মোবাইল করে কাতলামারী গ্রামের জয়নালের ঘটনা জানতে চাইলে তিনি সাংবাদিকের কথা শুনে মোবাইল ফোনকেটে দেয়। তাতে প্রতিয়মাণহয় হালিম শিকদার এর সঙ্গে চেয়ারম্যানের আত্মীয়র যে সম্পর্ক রয়েছে। জয়নাল আবেদীন তার মেয়ের অবস্থা বেগতিক দেখে হালিম গংদের বিরুদ্ধে ময়মনসিংহ পুলিশ সুপাররের নিকট অভিযোগ করে ২৫ জুন। কিন্তু এখন পযর্ন্ত সে অভিযোগের কোন প্রতিকার মুলক কার্যক্রমভালুকা থানা গ্রহণ করেনি। এ অসহায় ব্যক্তি জয়নাল আবেদীন মেয়ে নিযার্তনের বিচার পেতে আর কত পুলিশ প্রশাসনের দাড়ে, দাড়ে ঘুড়ে বেড়াবে। উপরোক্ত ঘটনার আলোকে পুলিশ সুপারের সু নজর কামনা করেন ভুক্তভোগী জয়নাল ।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy