শহিদুল ইসলাম সোহেলঃ
নিষেধাজ্ঞা অমান্য করে প্রাথমিক বিদ্যালয়ের মাঝ মাঠ বরাবর পাকা সড়ক নির্মাণ করেছিলো টাঙ্গাইলের ঘাটাইল পৌর কর্তৃপক্ষ। অবশেষে রোববার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সড়কটি ভাঙা হয়েছে।
উপজেলার পৌর এলাকার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সড়কটি মাঠ থেকে অপসারনের জন্য গত ২৫ অক্টোবর ঘাটাইল পৌরসভার মেয়রকে চিঠি দেয় টাঙ্গাইল জেলা প্রশাসন। ৭ কার্যদিবসের মধ্যে সড়কটি অপসারণের জন্য নির্দেশ দিলেও তা অমান্য করা হয়।
উল্লেখ্য, এ বিষয়েগত আগষ্ট মাসে বিভিন্ন গনমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়।
স্কুলের মাঝ মাঠ বরাবর সড়ক নির্মাণ করা হলে শিক্ষার্থীদের খেলাধুলার বিঘ্ন ঘটাসহ জলাবদ্ধতার সৃষ্টি এবং স্কুলের সৌন্দর্যও নষ্ট হবে উল্লেখ করে নির্মাণকাজ বন্ধের নিদের্শ দিয়েছিল প্রশাসন।
ঘাটাইল পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী মনিরুজ্জামন তালুকদার বলেন, ওই সড়কের নির্মাণ ব্যয়ের শতকরা প্রায় ৪০ ভাগ টাকা উত্তোলন করা হয়েছে।
এ বিষয়ে জানতে ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বলেন,বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে সড়ক বিভাগ এবং প্রশাসনের নজরে এলে জেলা প্রশাসনের সুদৃষ্টক্রমে পৌর মেয়র নিজ উদ্যোগেই রাস্তাটি ভেঙে দিয়েছেন।