প্রিন্ট এর তারিখঃ মে ৪, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৬, ২০২১, ১:৩০ এ.এম
জেলা ডিবি পুলিশের অভিযান, পাঁচশ’ গ্রাম গাঁজা দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা ডিবি পুলিশের অভিযান, পাঁচশ' গ্রাম গাঁজা দুই মাদক কারবারি গ্রেফতার
এম আর হাসান জেলা প্রতিনিধি খুলনাঃ
খুলনার ডুমুরিয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে, জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
রবিবার (১৫ আগষ্ট) বেলা ১২ টার দিকে উপজেলার সাহস ইউনিয়নের জয়খালি বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয় ।
ডিবি পুলিশ সুত্রে জানাগেছে,মাদক বেচাকেনার গোপন সংবাদের ওই এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারর করা হয়। তাদের কাছে থাকা ৫শ' গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তারা হলেন ডুমুরিয়া থানাধীন ভান্ডারপাড়া এলাকার ইব্রাহিম গাজীর ছেলে একরামুল গাজী)(৩১) ও জামাল উদ্দিন ফকিরের ছেলে রুহুল আমিন ফকির (২৬)।
জেলা গোয়েন্দা শাখা ডিবির এসআই ইন্দ্রজিৎ মল্লিক জানান, ঘটনার সাথে জড়িত থাকার অপরাধের তিনি নিজে বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। এছাড়া আসামি একরামুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy