প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৩, ১১:০১ পি.এম
জেলা তথ্য অফিস, ফেনী এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত
হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ
প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এস.এম.আল-আমিন।তিনি তাঁর বক্তব্যে নারীর ক্ষমতায়নের জন্য সরকারের নানা পদক্ষেপ, শিক্ষা সহায়তা কর্মসূচি, যৌতুক,অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য করণীয়, স্মার্ট বাংলাদেশ গড়তে নাগরিকদের করণীয়, গুজব প্রতিরোধে করণীয়, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের সদস্য (৬নং ওয়ার্ড)- আলমগীর হোসেন।তিনি তাঁর বক্তব্যে নানা বিষয়ে আলোচনার পাশাপাশি সার্বিক সহায়তা করার আশ্বাস দেন।বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন- সংরক্ষিত মহিলা ইউপি সদস্য- (ওয়ার্ড নং- ৪,৫,৬) আয়েশা আক্তার এবং ফাতেমা আকতার (সংরক্ষিত মহিলা সদস্য, ওয়ার্ড নং ৭,৮,৯)
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- দিল রওশন আরা, প্রভাষক (সরকারি জিয়া মহিলা কলেজ)।তিনি তাঁর বক্তব্যে নারী শিক্ষা, স্বাস্থ্য, যৌতুক, ঔগ্রামীন নারীদের উন্নতির নানা দিক,সামাজিক কুপ্রথা ইত্যাদি নিয়ে সার্বিক আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন গোলাম মোস্তফা,সাইন অপারেটর, জেলা তথ্য অফিস, ফেনী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy