তৌহিদুল ইসলাম সরকার, নিজস্ব প্রতিবেদকঃ
Facebook Twitter Instagram share
ময়মনসিংহের-নান্দাইল জেলা পরিষদের অর্থায়নে মহামারি করোনা সুরক্ষা সামগ্রী, মাক্স, সেভলন সাবান, হেক্সিসল হ্যান্ড সেনিটাইজার, জনগণের মাঝে বিতরণের জন্য, আজ ১৯শে মে (বুধবার)
Surjodoy.com
নান্দাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান রিপন ও নান্দাইল উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক এ,কে,এম,গোলাম মোস্তফা সরকার ,যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন এর কাছে পৃথক পৃথক ভাবে মহামারী করোনা সুরক্ষা সামগ্রী মাক্স,সেভলন, সাবান,হেক্সিসল,হ্যান্ড স্যানিটাইজার,হস্তান্তর করেন-
The Daily surjodoy
ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য নান্দাইল উপজেলা আওয়ামী-যুবলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার।
The Daily surjodoy
এ সময় নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য খায়সারুল আলম ফকির,পৌরসভার প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূঞা সহ অপরাপর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply