হাবিবুর রহমান হবি,যশোর :
যশোরে আবারো জেলি পুশ করা এক টন চিংড়ি জব্দ করেছেন র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছের মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাত সাড়ে আটটয়া যশোর শহরের মনিহার এলাকায় দুইটি বাস তলাশি করে এ চিংড়ি মাছ জব্দ করা হয়। এনিয়ে তারা জেলি পুশ করা চিংড়ির উপর ১১টি অভিযান পরিচালনা করে ০৯ টনের বেশি চিংড়ি জব্দ করে। যার আনুমানিক দাম আটলাখ ১০ হাজার টাকা ।
র্যাব -৬ যশোর ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাজিউর রহমান জানান, রাতে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা অস্বাস্থ্যকর চিংড়ি বাজারজাতকরণের উদ্দেশ্যে দুইটি বাসে বিপুল পরিমান চিংড়ি যশোরের দিকে আসছে । তাৎক্ষনিক র্যাবের আভিযানিক দল মনিহার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দুইটি বাস তলাশি করে ককশিট ভর্তি এ চিংড়ি জব্দ করে। এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায় এ জন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধি মালা ভঙ্গের অপরাধে শামীম এন্টার প্রাইজ বাসের মালিক শামীম হোসেন (৪২)কে ৩০ হাজার) টাকা ও মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা সর্বমোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে আরও অংশ নেন স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ নাজমুল হক ও যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy