নিজস্ব প্রতিবেদক
সাগরে ৬৫ দিন মাছ ধরা বন্ধের ঘোষণায় দারুণ কষ্টে সময় কাটছে ১১নং দক্ষিণ কাট্টলী উপকূলের জেলেদের।সমুদ্র উপকূলবর্তী এলাকা দক্ষিণ কাট্টলী ।সেখানকার অধিকাংশ মানুষ সাগরে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। বর্তমানে সরকারি নির্দেশনা অনুযায়ী সাগরে মাছ শিকার বন্ধ। তাই এসব বেকার জেলে পরিবারকে সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী প্রতি জেলে পরিবারে ৪০ কেজি চাল উপহার হিসেবে প্রত্যেক জেলে পাড়া ও এলাকায় পাঠাচ্ছেন জেলা মৎস অধিদপ্তরের মাধ্যমে। আর সে বরাদ্দকৃত চাল সরাসরি জেলেদের আঙিনায় পৌঁছে দিচ্ছেন ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের কাউন্সিলর অধ্যাপক মো: ইসমাইল হোসেন।
শনিবার বিকেলে দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের শ্রী শ্রী কালীমন্দিরে এসব চাল সরাসরি জেলেদের মাঝে বিতরণ করেন তিনি।তিনি জানান এসব মেহনতী মানুষের এই চাল নেওয়ার জন্য রোদ বৃষ্টিতে ভিজে অসহনীয় কষ্টের মাধ্যমে এ চাল সংগ্রহ করতে হয় তাই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার নিজ দায়িত্বে তিনি জেলেদের আঙিনায় পৌছে দিচ্ছেন তিনি।