ইমাম হোসেন জীবন চট্টগ্রামঃ
জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে ধর্মঘট চলছে। রাস্তায় রিকশা ছাড়া কোন ধরনের পরিবহন নেই।
শুক্রবার হওয়ায় সকাল থেকেই যাত্রীদের ভিড় নেই বললেই চলে। এদিকে রাস্তায় চলমান অটোরিকশা ও বাংলা রিকশা ভাড়া নিচ্ছেন দ্বিগুণ চালকরা।
আজ ৫ই নভেম্বর শুক্রবার সকাল ৬টা থেকে পরিবহন ধর্মঘটের লাগাতার ডাক দিয়েছেন। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের, সড়ক পরিবহন মালিক সমিতি, ট্রাক-কাভার ভ্যান মালিক সমিতি এবং ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন। তাই চট্টগ্রাম নগরীতে বন্ধ রয়েছে গণপরিবহন।
এদিকে নগরীতে গণপরিবহন বন্ধ থাকায় মানুষের দুভোর্গ ও ভোগান্তির মধ্যে সিএনজি, অটোরিকশা চালকরা সুযোগ নিতে শুরু করেছে। যে ভাড়া ১০০ টাকার ভাড়া চাইছে ৩০০ টাকা।
চট্টগ্রামের দেখা যায়, নগরের ষোলশহর, দু নম্বর গেট, কাজীর দেউড়ি, লালখান বাজার, জিইসি মোড় ও বহদ্দারহাটসহ বিভিন্ন পয়েন্টে পরিবহন শ্রমিকদের অবস্থান।
পাশাপাশি দেখা গেছে গণপরিবহনের জন্য অপেক্ষারত যাত্রীদের জটলা। বাস আসলেই ড্রাইভারদের গাড়ি চলাচলে নিষেধ করছে শ্রমিকনেতা-কর্মীরা। তবে রাস্তায় রিকশা, অটোরিকশাসহ প্রাইভেট গাড়ি ছিল অন্যান্য দিনের মতো।
নগরের ২ নম্বর গেট থেকে জীহাদ হোসেন ইমন নামে এক ব্যবসায়ী সূর্যোদয়কে বলেন, নিউমার্কেটগামী কোনো বাস পাচ্ছি না। বাসের আশায় দাঁড়িয়ে আছি আধাঘণ্টা ধরে। বাস আসলে যাত্রী উঠাতে বাধা দিচ্ছে শ্রমিক নেতারা। ছোট ছোট লেগুনাতে নিচ্ছে ডাবল ভাড়া। রিকশা চালকরা দাবি করছে দ্বিগুণ ভাড়া। পায়ে হেঁটে মনে হচ্ছে নিউমার্কেট যেতে হবে।
ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাংকলরি, প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সভাপতি চৌধুরী জাফর আহম্মদ সূর্যোদয়কে বলেন, ‘মালিক-শ্রমিকেরা বাড়তি দামে জ্বালানি কিনে যানবাহন চালাতে পারবে না। সারা দেশে যান বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy