নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাট পাঁচবিবি উপজেলার ফিসকাঘাট এলাকায় অবৈধভাবে বাঁধের বালু বহন করায় ও সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে দুইজনকে ১৫ দিনের সস্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এঘটনায় ৭ টি অবৈধ যান মেসি ট্রাক্টরও আটক করা হয়। পরে প্রতিটি মেসি ট্রাক্টরে ২৫ হাজার করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২১ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের বিচারক এম এম আশিক রেজা জরিমানাসহ তাদের সস্রম কারাদন্ডের এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন-মেসি ট্যাক্টরের মালিক নাহিদ আক্তার (৩০) ও ট্যাক্টরের চালক বিনয় কুমার (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিসকাঘাট বাজারে নতুন হাটের ভবন নির্মাণের জন্য পরিদর্শনে যান পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরমান হোসেন ও ভূমি সহকারী আশিক রেজা। এ সময় অবৈধভাবে তুলসীগঙ্গা নদীর বাঁধের উপর থেকে বালু বহনের বিষয়টি চোখে পড়লে তৎক্ষনাৎ তাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদেরকে বাঁধের উপর থেকে বালু তুলতে নিষেধ করতে পাঠায়।
কিন্তু মেসি ট্যাক্টরের মালিক নাহিদ আক্তার ও ট্যাক্টরের চালক বিনয় কুমার নিষেধ না শোনে উল্টো আনসার সদস্যের সাথে খারাপ আচরণ ও গালিগালাজ করে।
বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনারের নজরে আসলে তারা সঙ্গে সঙ্গে ৭ টি বালুবাহী অবৈধ যান মেসি ট্যাক্টরকে আটকসহ দুইজনকে কারাদন্ড প্রদান করেন।
এবিষয়ে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন জাতীয় দৈনিক সূর্যোদয় কে বলেন, অবৈধভাবে বাঁধের বালু উত্তোলন ও সরকারী কাজে বাধা দেওয়ার অপরাধে দুইজনকে ১৫ দিনের সশ্রম কারাদন্ড ও ৭ টি বালুবাহী অবৈধ যান মেসি ট্যাক্টর আটকসহ প্রত্যেককে ২৫ হাজার করে মোট ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..