নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটের পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামের মাদক বিরোধী অভিযান চালিয়ে ১ শ ১৪ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ এপ্রিল) উপজেলার ধরঞ্জী ইউনিয়ন সালুয়া গ্রাম থেকে ১ শ ১৪ বোতল ফেন্সিডিলসহ মারুফ হোসেনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত হলেন,উপজেলার রতনপুর চৌধুরীপাড়ার মৃত.নইমুদ্দিন হামিরের ছেলে মারুফ হোসেন।
এবিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব দেনিক সূর্যোদয়কে বলেন,জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহম্মদ ভূঞার নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সন্ধায় এক গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সালুয়া গ্রামে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ওসি আরও বলেন আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হবে।
Leave a Reply