প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২১, ৬:৫৬ পি.এম
জয়পুরহাটে১১০ জন বাস-মিনিবাস মালিককে বাৎসরিক উপহার ভাতার চেক প্রদান
নিরেন দাস,জয়পুরহাট:-
জয়পুরহাটের ১১০ জন বাস-মিনিবাস মালিককে বাৎসরিক উপহার ভাতার চেক প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে(১০ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের আনসার আলী কমপ্লেক্সে হল রুমে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভপতি আনিছুর রহমান লিটনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের উপদেষ্টা গোলাম হক্কানী, জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধূরী, সাধারন সম্পাদক
রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
যানজট নিরসনে জেলা শহরে নির্মানাধীন ৪ লেনের সড়কটি দ্রুগতিতে এগিয়ে চলায় বক্তারা জয়পুরহাট পৌর মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে
জেলা শহরের প্রধান প্রধান সড়কে অবৈধ্য যানবাহন নিয়ন্ত্রনে মেয়রের হস্তক্ষেপ দাবী করেন।
পরে বাস-মিনিবাস মালিক গ্রুপের তহবিল থেকে জেলার ১১০জন বাস ও মিনিবাস মালিকদের প্রত্যেককে ১০ হাজার টাকার বাৎসরিক উপহার ভাতার চেক তুলে দেন জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy