প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৪:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২১, ১১:১৭ পি.এম
জয়পুরহাটে এনজিও’র কিস্তি আদায় বন্ধের দাবিতে বাসদের মানববন্ধন
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে জয়পুরহাটে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় জয়পুরহাটে সকল ধরনের এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায় বন্ধের দাবিতে অর্ধশতাধিক নেতাকর্মীদের নিয়ে পৌর শহরের জিরো পয়েন্ট পাঁচুরমোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন এই বামপন্থী সংগঠনটি।
জয়পুরহাট জেলা বাসদের আহ্বায়ক ওয়াজেদ পারভেজ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বাসদের সদস্য সচিব সামিউল ইসলাম বাবু, বাসদ সদস্য সুন্দরী উরাও, জেলা ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম প্রমূখ।
বাসদ নেতা ওয়াজেদ পারভেজ তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের অপরিকল্পিত ও প্রস্তুতিহীন লকডাউনে কর্মহীন গ্রাম-শহরের শ্রমজীবী মানুষ এমনিতেই আয় রোজগার হারিয়ে অভাব অনটনে বিপর্যস্ত, তার সঙ্গে এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায়ের নামে হয়রানি গ্রামের দিনমজুর, শহরের হকার, রিকশা ভ্যান চালক দিন আনে দিন খায় এমন মানুষেরা বর্তমান চরম দিশেহরা অবস্থায় পড়েছে।
সামিউল ইসলাম বাবু তার বক্তব্যে বলেন, মানুষ জীবন নিয়ে শঙ্কিত কিন্তু সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো সহযোগিতা দেশবাসী লক্ষ্য করছে না।করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানা ও লকডাউন কার্যকর করতে হলে হতদরিদ্র দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষদের খাদ্যসামগ্রী, নগদ অর্থ ও চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তিনি।
মানববন্ধনে আসা বাসন্তী এক নারী তার বক্তব্যে বলেন, এই লকডাউনে কাজ কাম নেই, ঘরে খাবার নাই কিভাবে এনজিও ঋণের কিস্তি পরিশোধ করব।ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে সুগারমিল রোডে তাদের সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy