প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২২, ২০২১, ২:০৩ এ.এম
জয়পুরহাটে করোনায় একদিনে মৃত্যু-২ আক্রান্ত ১১১ জন

জয়পুরহাটে করোনায় একদিনে মৃত্যু-২ আক্রান্ত ১১১ জন
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
ভারত সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলায় দিন দিন হু হু করে করোনায় আক্রান্ত রোগী বৃদ্ধির সংখ্যার সাথে সাথে মৃত্যুর সংখ্যাও বেড়েই চলেছে।
জয়পুরহাট জেলায় গত রবিবার ৪০৯ টি করোনার নমুনা রিপোর্ট এসেছে তার মধ্যে ১ শত ১১ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি পাওযা গেছে।
সোমবার (২১ জুন) সন্ধ্যার পর জেলা সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী সাংবাদিকদের তথ্যটি নিশ্চিত করে তিনি জানান, জয়পুরহাট জেলায় ৩০ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ শত ৪৯ জনে। এদিকে একদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান,জেলায় নতুন ১ শত ১১ জন করোনায় আক্রান্ত মধ্যে জয়পুরহাট পৌর ও সদর উপজেলায় ৭৯ জন, পাঁচবিবি উপজেলায় ৯ জন, আক্কেলপুর উপজেলায় ৮ জন, কালাই উপজেলায় ২ জন ও ক্ষেতলাল উপজেলায় ১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ শত ১১ জন করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে। এবং নতুন করে একদিনে আরও ২ জনের মৃত্যু সহ সর্বমোট ২৩ জনের মৃত্যুর সংখ্যায় দাঁঁড়ালো।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy