নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
বৈশিক মহামারী করোনা ভাইরাস- কোভিট-১৯ প্রতিরোধে জয়পুরহাটে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার (০৩ এপ্রিল) সকাল ১১ টায় শহরের জিরো পয়েন্ট পাঁচুর মাড়ে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যাগে এসব মাস্ক বিতরণ করা হয়।
জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কমিটির সভাপতি নূর-ই আলম হোসেনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাছুম আহাম্মেদ ভূঞা-পিপিএম।
এসময়ে আরো উপস্তিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক গালাম হাক্কানী, জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে,এম আলমগীর জাহান, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পাপিয়া, জেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খোরশদ আলম, সহ-সাধারণ সম্পাদক রফিকুল আলম আকন্দ, জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক তিতাস মাস্তফা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সহ আরো অনেকেই।
প্রধান অতিথি মাছুম আহাম্মেদ ভূঞা-পিপিএম তার বক্তব্যে বলেন করোনা ভাইরাসের বিরুদ্ধে ঔষধ মাস্ক পরিধান করা সামাজিক দূরত্ব বজায় রাখা স্বাস্থ্য বিধি মেনে চলা, জয়পুরহাটে গণপরিবহনে যেন সবাই মাস্ক পরে চলা-
চল করে এটা আমরা কার্যকর করতে পেরেছি। তিনি সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের এ উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে, সকল কে ঘরের বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করার আহব্বান জানান।