বিশেষ প্রতিনিধিঃ- শ্রী বিরেন চন্দ্র দাস
মহামারি করোনা ভাইরাসের এই সংঙ্কটময় সময়ে জয়পুরহাটে ৫ শ কর্মহীন হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কালেক্টরেট মাঠে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরীফুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সদর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, সদর উপজেলা চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আলম বিথিসহ অন্যান্যর।
জেলা প্রশাসক দৈনিক সূর্যোদয় কে জানান, করোনায় লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব মানুষদের খাদ্য সহায়তা দিয়ে তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এসময় সরকার ছাড়াও তিনি সমাজের বিত্তবানদেন এসব মানুষদের পাশে এগিয়ে আসার আহব্বানও জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy