প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২১, ২০২২, ৩:১২ এ.এম
জয়পুরহাটে কালো ব্যাজ পরে অফিস করছেন,ইউঃ ভুমি কর্মকতারা
স্মৃতি রানী,জয়পুরহাট প্রতিনিধিঃ-
উন্নিত বেতন স্কেল বাস্তবায়নে স্থগিতাদেশ প্রত্যাহার ও ইউনিয়ন ভুমি অফিসে জনবল সংকটের দাবিতে জয়পুরহাটে ভূমি কর্মকর্তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচি ১৭- ২০ জানুয়ারি পর্যন্ত জেলার ৩১ ইউনিয়ন ভুমি অফিসে সহকারী ভুমি কর্মকর্তারা স্ব স্ব অফিসে পালন করেছে।
বাংলাদেশ ভুমি অফিসার্স কল্যান সমিতির জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম- তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন বলেন, এ জেলার ৩১টি ইউনিয়ন ভূমি অফিসে মোট ৬২ জন কর্মরত থাকবে। সেখানে বর্তমানে কর্মরত আছেন ভূমি সহকারী কর্মকর্তা ১৩ জন ও ভূমি উপ-সহকারী কর্মকর্তা ১০ জন। মোট ২৩ জন জনবল দিয়ে চলছে জেলার ৩১ টি ইউনিয়ন ভুমি অফিস। যা শতকরা হিসেবে ৩৭ ভাগ,৩৭ ভাগ জনবল নিয়ে ই- নামজারি, ই- ভূমি উন্নয়ন কর, ভূমি তথ্য ব্যাংক ও অন্যান্য কার্যক্রম পরিচালনা কাংখিত সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। দ্রুত জনবল ও উন্নিত বেতন স্কেল বাস্তবায়নে স্থগিত আদেশ প্রতাহার করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy