প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ১০:০০ এ.এম
জয়পুরহাটে জমি সংক্রান্ত জেরধরে সৎ ছেলেদের মারধরে মা ও সৎ ভাই গুরুতর আহত
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে গুরুতর আহত করেছে সৎ ভাইয়েরা। গত রবিবার রাতে জেলার ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউপির চৌমহনী বাজারে এ ঘটনা ঘটে।
আহত পরিবারের সদস্যরা জানান, জমি সংক্রান্ত বিরোধ নিস্পতির জন্য আহত আব্দুল আলীম তার সৎ ভাইদের বিরুদ্ধে ২০২০ সালে মামলা করে। চলতি বছর ১৯ জানুয়ারি আদালত মামলার ওই জমিতে নিষেধাজ্ঞার নির্দেশ দেয়।আদালতর নিষেধাজ্ঞা অমান্য করে সৎ ভাই মইনুল সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা গত রবিবার রাত ৮ টার দিকে হাসুয়া, দা, বটি, রড, দিয়ে তাদের ছোট মায়ের ছেলে আব্দুল আলিমর ওপর হামলা চালায়। এ সময় তার মা হামিদা বেওয়া তার ছেলেকে বাধা দিতে আসলে তার মাথায় ও আঘাত করলে তিনিও গুরুতর আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ভর্তি করান।
এ বিষয়ে ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান শামিম দৈনিক সূর্যোদয় কে বলেন, জমি সংক্রান্ত পারিবারিক জের ধরে মারধর শুরু হয়। মারধরের খবর শুনে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।বর্তমানে তারা হাসপাতাল চিকিৎসা নিছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরেদ্রনাথ দৈনিক সূর্যোদয় কে বলেন, এবিষয়ে থানায় এখানো কোন অভিযোগ আসেনি,অভিযােগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy