নিরেন দাস,জয়পুরহাটঃ-
‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ( ২ রা মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুণ উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন,ভোটার হওয়া ও ভোট প্রদানের অধিকার প্রত্যেক যোগ্য নাগরিকের সাংবিধানিক স্বিকৃত অধিকার । গনতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে জনসাধারন বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপুর্ন। পৃথিবীর বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। আলোচনা সভা শেষে নতুন ভোটার হওয়া ব্যক্তিদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..