প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৫, ২০২৫, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ১০:২০ পি.এম
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে চা দোকানির মৃত্যু
নিরেন দাস,জয়পরহাটঃ-
জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে আবু হোসেন (৩৩) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে।
রবিবার (০৪ এপ্রিল) দুপুরের দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত আবু হোসেন সদর উপজেলার ভেটি এলাকার আসাদ মিঁয়ার ছেলে। তিনি পৌর শহরের পূর্ব বাজারে চায়ের দোকান করতেন বলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জাতীয় দৈনিক সূর্যোদয়কে জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা আন্তঃনগর ট্রেনটি জয়পুরহাট পৌর শহরের সাগরপাড়া-বারোঘাটি পুকুর রেলগেট এলাকা অতিক্রম করছিল। এসময় ওই আবু হোসেন হঠাৎ করে ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়টি নিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) একে,এম আলমগীর জাহান জাতীয় দৈনিক সূর্যোদয় কে বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায় তিনি আত্মহত্যা করেছেন।
তিনি আরো বলেন সান্তাহার রেলওয়ের জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশ উদ্ধার করে তাদের আইনমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy