নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার কালাই উপজেলার শিমূলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে ।
নিহত আল আমিন কালাই উপজেলার আঁওড়া গ্রামের আবুল কালামের ছেলে।
দুর্ঘটনায় আহতরা হলেন, একই গ্রামের আব্দুর রশীদের ছেলে শাকিল (২৪) এবং মোজাম্মেলেরর ছেলে কাইয়ুম (২৮)।
আল আমিনসহ আরও দুইজন মোটরসাইকেল যোগে কালাই পৌর শহরে দিকে যাচ্ছিলেন। পথে শিমুলতলী এলাকায় বগুড়াগামী একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে আল আমিনের অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপালে নেয়ার পথে মারা যায়।
এ দুর্ঘটনায় মোটরসাইকেলের আরো দুইজন আরোহী গুরুত্বর আহত হন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।