প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ২:৪৫ এ.এম
জয়পুরহাটে দ্বিতীয় বারের মতো পৌর পিতা হলেন- মেয়র মোস্তাক
নিরেন দাস,জয়পুরহাটঃ-
দেশের পঞ্চম ধাপে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাট পৌরসভার নির্বাচন-২০২১।
রবিবার সকাল ৮টা থেকে পৌরসভার ৯ টি ওয়ার্ডের মোট ২২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা পর্যন্ত চলে এ ভোটগ্রহণ।
এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বর্তমান পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক ২৪ হাজার ৪ শত ৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়ে দ্বিতীয় বারের মতো আবারো পৌর পিতা হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক পেয়েছেন মাত্র ৪ হাজার ১ শত ৬১ ভোট।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান বেদারুল ইসলাম বেদিন পেয়েছেন ৫ শত ৫৮ ভোট, আরেক স্বতন্ত্র প্রার্থী জগ প্রতীকের হাসিবুল আলম পেয়েছেন ১ হাজার ৫ শত ২৫ ভোট ও ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী দেওয়ান জহুরুল ইসলাম পেয়েছেন ৪ শত ১২ ভোট।
রবিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টায় জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।
প্রথম শ্রেণীর এ জয়পুরহাট পৌরসভায় মোট ভোটার সংখ্যা ছিল ৫২ হাজার ২ শত ৭৩ জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৩১ হাজার ২০২ জন ভোটার। বাতিল হয়েছে মাত্র ৫৬ ভোট। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণের শুরু থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতির পাশাপাশি বাইরেও আ’লীগ প্রার্থীদের কর্মী-সমর্থক আর নেতাকর্মীদের উপস্থিতি ব্যাপক থাকলেও বিএনপির সমর্থকদের উপস্থিতি লক্ষ করা যায়নি।
এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রতিটি কেন্দ্রে অস্ত্রসহ পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভোটের মাঠে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন ছিল।
এর আগে গত ১৪ ফেব্রুয়ারি আক্কেলপুর ও কালাই পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীর জয় ও জয়পুরহাটে পুনরায় আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তাক নির্বাচিত হওয়াই জেলার পাঁচটি উপজেলায় আনন্দ মিছিল সহ মিষ্টি বিতরণ করছেন স্থানীয় আওয়ামীলীগ সহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy