প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২১, ২:৩২ এ.এম
জয়পুরহাটে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার যোগদান
নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে নবাগত পুলিশ সুপার হিসেবে মাছুম আহাম্মদ ভূঞা যোগাযোগ করেছেন।
এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসিবে দায়িত্বরত অবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার এক প্রজ্ঞাপনে জয়পুরহাট পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জয়পুরহাট পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) তরিকুল ইসলামের সভাপতিত্বে নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা) কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, সিনিয়র এএসপি, এএসপি (প্রবি) সহ জেলার পাঁচটি থানার অফিসার ইনর্চাজ (ওসি) সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণ।
এ সময়ে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সার্বিক আইন শৃঙ্খলা, মাদক চোরাচালানসহ বিভিন্ন বিষয় নিয়ে জেলা পুলিশের সকল অফিসারদের দিকনির্দেশনা দিয়ে জয়পুরহাটের আইনশৃঙ্খলার উন্নয়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান নবাগত পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy