প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ২:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৭, ২০২১, ১:১৭ এ.এম
জয়পুরহাটে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ইউপি সদস্য আটক
নিরেন দাস(জয়পুরহাট)প্রতিনিধিঃ-
জয়পুরহাটে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আব্দুল মতিন নামে এক ইউপি সদস্য ও তার সহযোগী তহিদুল ইসলাম জনি'কে আটক করেছে পুলিশ। শনিবার (৬-ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার পাকার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেঁচুলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মতিন(৪০) তিনি সদর উপজেলার দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য। নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে তহিদুল ইসলাম জনি (৩০)।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতরা বগুড়া থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট গুলো ক্রয় করে মোটরসাইকেল যোগে মঙ্গলবাড়ী বাজারে নিয়ে গিয়ে তাদের ফার্মেসীতে নিয়মিত বিক্রি করে আসছিলেন। বিকেলে এমন খবর আসে। খবরের ভিত্তিতে সদর উপজেলার জামালপুর ইউপির পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৭ শত পিচ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তাদের আটক করা হয়।
ওসি আরো জানান,এ নতুন মাদক ট্যাপেন্টাডল ইয়াবার মতো। কিন্তু ইয়াবা নয়। এটি মূলত ব্যথানাশক একটি ওষুধ যা মাদক দ্রব্য হিসেবে সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে।এ ঔষুধ মাদকসেবীরা ইয়াবা আর হিরোইনের বিকল্প হিসাবে সেবন করছে যা মরণঘাতী।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy