নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে নিষিদ্ধ পপির চাষ। বেশি লাভের আশায় বুঝে না বুঝেই অনেক কৃষকই ঝুঁকছেন নিষিদ্ধ পপির আবাদে। এদিকে কৃষি বিভাগ বলছে, কৃষকদের নিরুৎসাহ করা হলেও তা কাজে আসেনি। আর প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, শিগগিরই নষ্ট করা হবে নিষিদ্ধ পপির গাছ গুলো।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকার কৃষক আবু নাছের। না জেনেই দুই বিঘা জমিতে করেছেন নিষিদ্ধ পপির চাষ। আবু নাছেরের মতো অনেক কৃষকই বেশি লাভের আশায় ঝুঁকছেন নিষিদ্ধ পপির আবাদে। অল্প খরচে বেশি লাভের আশায় চাষ করলেও নেতিবাচক দিক জেনে ক্ষেত ধ্বংসের কথা বলছেন অনেকেই।
স্থানীয় কৃষি বিভাগের উপ-সহকারি কৃষি কর্মকর্তা ইনছান আলী দৈনিক সূর্যোদয় কে বলেন, নিরুৎসাহিত করা হলেও তা কাজে আসেনি। এদিকে, প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে নষ্ট করা হবে নিষিদ্ধ পপির গাছগুলো। দ্রুত সময়ের মধ্যে পপির গাছগুলো ইতিমধ্যে ধ্বংসের তাগিদও দিয়েছেন এলাকাবাসীরাও।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy