প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২১, ১১:৫৮ পি.এম
জয়পুরহাটে নিষিদ্ধ পপি চাষে আটক ৫ আসামির জামিন নামঞ্জুর জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ- নিরেন দাস
জয়পুরহাট সদর উপজেলার পৈরানাপুল ইউপির বনখুর গ্রামে নিষিদ্ধ পপি চাষের অভিযোগে সদর উপজেলার বনখুর গ্রামের প্রয়াত বিপুল চন্দ্র দাসের ছেলে রাজেন্দ্রনাথ দাস (৬০), মৃত রুপচাঁন মন্ডলের ছেলে নইমুদ্দিন মন্ডল (৬০), বড়তাজপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে গোলাম মোস্তফা (৬৫),
পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের আব্দুল রউফ ওরফে রবের ছেলে রিপন সর্দার (৩৭) ও বালিঘাটা বাজারের প্রয়াত কুমুন্ড বিহারী দাসের ছেলে নেপাল চন্দ্র দাস (৫২) নামে আটককৃত ৫ জন পপি চাষী আসামিদের জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন জয়পুরহাট চিফ জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুরে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাসিট্রেট আদালতে আটককৃত ৫ জন
পপি চাষী আসামীদের জামিনের জন্য আদালতে তোলা হলে আসামি পক্ষের আইনজীবী তাদের জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে বিচারক। এসময়ে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার উপ-পরিদর্শক (এস আই) জাকির ওই পপি চাষী ৫ জন আসামির রিমান্ডের জন্য আবেদন করলে বিজ্ঞ আদালত রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ প্রদান করেন।
নিষিদ্ধ পপি চাষের বিষয়টি দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার নিষিদ্ধ পপি চাষ কে পেস্তা দানা চাষ হচ্ছে বলে সংবাদ প্রকাশ করলেও গত ৬ মার্চ নিষিদ্ধ পপির চাষের বিষয়ে সঠিক তথ্যসহ জাতীয় দৈনিক সূর্যোদয় পত্রিকায়" জয়পুরহাটে নিষিদ্ধ পপির আবাদে ঝুকছেন কৃষকরা"এ শিরোনামে সঠিক সংবাদটি প্রকাশিত হলে উক্ত
সংবাদটি স্থানীয় প্রশাসন সহ দেশের উচ্চ পর্যায়ের প্রশাসনের দৃষ্টিগোচর হলে পরদিন ৭ মার্চ উর্ধতণ প্রশাসনের নির্দেশে জয়পুরহাট র্যাব-৫ জয়পুরহাট সদর উপজেলার পৈরানাপুল ইউপির বনখুর গ্রামে অভিযান চালিয়ে ওই ৭ বিঘা জমিতে ৪ লাখ ২৩ হাজার ৫ শত গাছে ১৬ লাখ ৯৭ হাজার পিস পপি ফল ক্ষেত থেকে কেটে তা র্যাব হেফাজতে নেওয়া পর সেগুলো ধ্বংস করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই ৫ জন নিষিদ্ধ পপি চাষীদের আটক করে র্যাব। পরে তাদরে সদর থানায় সোপর্দ করলে তাদরে বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে আটককৃত ৫ জন নিষিদ্ধ পপি চাষী আসামিদের জয়পুরহাট জেলা কারাগারে পাঠানো হয়।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy