প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২১, ১২:০০ এ.এম
জয়পুরহাটে পাঁচশত বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আয়মাপুর গ্রামে প্রায় পাঁচশত বছরের ঐতিহ্যবাহী গ্রামীণ জামাই মেলা প্রতি বছরের ন্যায যুগযুগ ধরে প্রচলিত ওই গ্রামের ঐতিহ্যবাহী জামাই মেলা এবারো বসেছিল।
প্রতি বছর অগ্রহায়ণমাসে মাসে আমান ধান কাটা মাড়াই শেষে ফসল ঘরে তোলার আনন্দে শুধু মাত্র মেয়ে ও জামাইদের উদ্দেশ্যে এ মেলার আয়োজন হলেও এখন আর শুধু মেয়ে-জামাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এটি পরিণত হয়েছে সকল শ্রেণী-পেশার মানুষের মিলন মেলায়।
শনিবার(১৪ নভেম্বর) দিনভর জামাই মেলাকে ঘিরে আশেপাশের ১০-১১ গ্রামের শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষের পদচারনায় মুখরিত ছিল।
গ্রামীণ এ মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, চরকীদোলাসহ নিত্য প্রয়োজনীয় তৈজষপত্র ও আসবাবাপত্র ছাড়াও শিশুদের খেলনা, কসমেটিক্স, রকমারী স্বাদের মিঠাই- মিষ্টান্নের দোকান বসে।
মেয়ে-জামাই, জা-ননদ, শ্বশুর-শাশুড়িসহ এ গ্রামে আসা সকল অতিথিদের বিশেষ বিনোদন দিতে আয়োজন করা হয় লাঠি খেলার। বাদ্য-বাজনার তালে তালে লাঠিয়ালরা দেখান তাদের লাঠি খেলার মনোমুগ্ধকর কশরত।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy