নিরেন দাস,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম কে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট জেলা পরিষদ।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জেলা পরিষদের হলরুমে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনায় পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির কে সন্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময়ে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক জেলা আওয়ামী লীগের সহভাপতি রাজা চৌধুরী সাবেক যগ্ম সাধারণ সম্পাদক শেখর মজুমদার, যুগ্ম সম্পাদক জাহেদুল আলম বেনু,সহ সভাপতি বাবু নন্দলাল পার্শী, জেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য সুমন কুমার সাহা,পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানা, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা শাম্মীম আজিজ সাজ,সাবেক ছাত্র নেতা গোলাম মোস্তফা ও জেলা উপজেলা পর্যায়ের সাংবাদিকবৃন্দরা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখার এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটো।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..