নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে কৃষকের বাড়ীতে অগ্নিসংযোগের দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার রহমতপুরের কৃষক মেহের আলীর বাড়ীতে এ ঘটনা ঘটে। এতে ফসলের আলু, চাল, সরিষা সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র ভূসিভূত হয়।
জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশীদের সাথে মারামারি মামলা মকর্দমা চলে আসছিল। এরই জের ধরে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা তারা ঘটাতে পারে বলে অভিযোগ করেন কৃষক মেহের আলীর পরিবারের সদস্যরা। গত বছরের ২৪ নভেম্বর শ্লীলতাহানি, মারধর ও মেহের আলীর পরিবার নিরাপত্তা চেয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন।
এ ব্যাপারে উপজেলার কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার হোসেন মন্ডল জানান, বাড়ীতে অগ্নিসংযোগের ঘটনা শোনার পর পরই ফায়ার সার্ভিস ও পুলিশ পাঠানো হয়েছে।
পরে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব দৈনিক সূর্যোদয় কে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। তদন্তের পরে প্রকৃত ঘটনা বলা যাবে। পুলিশের তদন্ত চলমান রয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..