জয়পুরহাটে ফেন্সিডিলসহ গ্রেফতার ১
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক নির্মূল বিরোধী অভিযান চালিয়ে ১ শত বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য ফেন্সিডিলসহ বাড়ির মালিক ফারুক হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার(১৩ আগস্ট) বিকেলে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচরা গ্রামে অভিযান চালিয়ে ১ শত বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত, মাদক ব্যবসায়ী ফারুক হোসেন ইউপির চেঁচরা গ্রামের মজিরুল ইসলাম ওরফে মজুর ছেলে।
জেলা গোয়েন্দা শাখা(ডিবি)পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুুপার মাছুম আহাম্মদ ভূঞা-পিপিএম’-সেবা’র নির্দেশে জেলা জুড়ে মাদক নির্মূল বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার পাঁচবিবি থানার মোড়েরহাট এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্ষক (এসআই) জাহাঙ্গীর আলম এবং সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার ডিউটি চলাকালীন সময়ে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে।
উপজেলার বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রামের একটি বাড়িতে ভারতীয় আমদানি নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মজুদ রাখা আছে। উক্ত সংবাদের ভিক্তিতে ডিবি পুলিশের চৌকশ একটি টিম ওই বাড়িতে পৌঁছা মাত্রই পুলিশের উপস্থিতি টেরপেয়ে বাড়ির মালিক মাদক ব্যবসায়ী ফারুক হোসেন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। বাড়িটি তল্লাশী চালিয়ে ১ শত বোতল ফেন্সিডিলসহ উদ্ধার করে ফারুক হোসেনকে গ্রেফতার করে ডিবিপুলিশ।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহেদ আল মামুন জাতীয় দৈনিক সূর্যোদয়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,জেলা পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের প্রতিনিয়তই মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার অভিযানের অংশ হিসাবে শুক্রবার বিকেলেও পাঁচবিবির চেঁচরা গ্রামে অভিযান চালিয়ে ১ শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে বাড়ির মালিক ফারুক হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..