নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকসহ দুই যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার হিচমী মন্ডল পাড়ার আব্দুল বক্কারের ছেলে গোলাম আযম (২৬) ও পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের শ্রী তরণীর ছেলে সুবোধ রায় (৩৬)।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ঝামুটপুর গ্রামে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন নির্মাণ শ্রমিক গোলাম আযম। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে নেয়া হলে সেখানেই তার মুত্যু হয়।
অপরদিকে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের যুবক সুবোধ রায় তার নিজ বাড়ির বৈদ্যুতিক বোর্ডে কাজ করার সময় অসাবধানতার কারণে ইলেকট্রিক তার শরীরে জড়িয়ে যায়। এ সময় গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..