প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ১:০৪ এ.এম
জয়পুরহাটে মেয়েদের আত্মরক্ষার কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়নে ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে আত্মবিশ্বাসে আত্মরক্ষা শ্লোগানে মেয়েদের "আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন" শীর্ষক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণ পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস বহ্নিশিখার উদ্যোগে 'বলীয়ান নারী' এর আয়োজন করেছে।
শনিবার (২০ মার্চ) দুপুর ১২ টায় জয়পুরহাট স্টেডিয়াম মাঠে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। এ প্রশিক্ষণ চলবে ৭ দিনব্যাপী। এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য রাখেন, জয়পুরহাট লাইব্রেরী ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরী, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, গ্রিন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রায়হান পারভেজ, গ্রিন ভয়েস বহ্নিশিখার জেলা শাখার সমন্বয়ক খাদিজা মুন্নি প্রমুখ।
গ্রিন ভয়েস রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রায়হান পারভেজ জাতীয় দৈনিক সূর্যোদয় কে জানান, খুলনা জেলা থেকে প্রথম এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যাযক্রমে এই প্রশিক্ষণ কার্যক্রম দেশের প্রতিটি জেলায় অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy