প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১০:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১, ২০২১, ১১:৫৬ পি.এম
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পুলিশ মেমোরিয়াল ডে-২১ উদযাপন
নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাট জেলা পুলিশ লাইন্সে অদ্য সোমবার (০১ লা মার্চ) কর্তব্যরত অবস্থায় মৃত্যবরণকারী পুলিশ সদস্যদের স্বরণে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১-ইং যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
কর্তব্যরত অবস্থায় মৃত্যবরণকারী পুলিশ সদস্যদের স্বরণে জয়পুরহাট পুলিশ লাইন্স স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-(পিপিএম)।
পরে নিহত পুলিশ সদস্যদের জন্য ১ মিনিট নিরবতা পালন শেষে নিহত পুলিশ সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। তথায় কর্তব্যরত অবস্থায় মৃত্যবরণকারী পুলিশ সদস্যদের স্মরণে স্মৃতি শরণে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে বাংলাদেশ পুলিশে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যেদের পরিবারবর্গের অনুকুলে ড.বেনজীর আহমেদ, বিপিএম-বার, ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ(আইজিপি) কর্তৃক প্রদত্ত উপহার সামগ্রী ও নগদ অর্থ পরিবারবর্গদের মাঝে প্রদান করেন জেলা পুলিন মোহাম্মদ সালাম কবির-পিপিএম।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy