প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ৫:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৯, ২০২১, ১০:৩০ এ.এম
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিরেন দাস,জয়পুরহাটঃ-
"করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন অসমতার বিশ্ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২১ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সোমবার (০৮-এ মার্চ) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য,সাবেক জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সামছুল আলম দুদু-এমপি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,জেলা প্রশাসক শরীফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত ফারজানা,জেলা সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানা প্রমুখ।
সভায় বক্তারা বলেন, নারী পুরুষের সম অধিকারের জন্য সবার মাঝে মানসিকতার পরিবর্তন করতে হবে। নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে এক সঙ্গে চলতে হবে। নারীর অধিকার রক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহব্বান জানান তারা।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy