
নিরেন দাস ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও সারাদিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালিত হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
বুধবার (১৭ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পৌর শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জয়পুরহাট-১ আসনের সাংসদ এ্যাড. সামছুল আলম দুদু-এমপি, জেলা প্রশাসক শরীফুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির-পিপিএম।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মুক্তিযোদ্ধা সংসদ প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানিয়েছেন।
এ সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সব সরকারি প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু জন্মবার্ষিকী পালন করাসহ জাতীয় শিশু দিবস উদযাপনের জন্য সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে জেলা প্রশাসন। জেলার পাশাপাশি একই সঙ্গে
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করছে জেলার আক্কেলপুর, কালাই, পাঁচবিবি ও ক্ষেতলাল উপজেলা প্রশাসনসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন গুলো।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply