নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে জয়পুরহাট পৌর শহরের ১ নং স্টেশন রোডে অবস্থিত হোটেল আল-জাসিম (আবাসিক)- হোটেলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ৬৭ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ সদস্য।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে পৌর শহরে আল-জাসিম (আবাসিক) হোটেলে-১ নং রুমে অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ের ৯ হাজাটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলার পাঁচবিবি উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মো.মানিক হোসেন (২৬) ও আরজি অনন্তপুর গ্রামের মোঃ আঃ আওয়ালের ছেলে মো.হারুন-অর-রশিদ (৩২)।
আটককের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জয়পুরহাট শহরের ১ নং স্টেশন রোডে অবস্থিত আল-জাসিম (আবাসিক) হোটেলের-১ নং রুমে আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদকদ্রব্য নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এ গোপন সংবাদ র্যাবের কাছে আসলে।
উক্ত সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সন্ধায় জয়পুরহাট র্যাবের ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মানিক হোসেন ও হারুন-অর-রশিদ কে ৬৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
তিনি আরও জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ীরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল তারা বলেও তিনি জানান।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..