প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:১১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২১, ১:৩৮ এ.এম
জয়পুরহাটে র্যাবের অভিযানে ৬৭ বোতল ফেন্সিডিলসহ আটক-২
নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের নেতৃত্বে জয়পুরহাট পৌর শহরের ১ নং স্টেশন রোডে অবস্থিত হোটেল আল-জাসিম (আবাসিক)-১ রুমে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ৬৭ বোতল ফেন্সিডিলসহ দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ সদস্য।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধায় জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিক্তিতে পৌর শহরে হোটেল আল-জাসিম (আবাসিক)-১ রুমে অভিযান চালিয়ে ৬৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,জেলার পাঁচবিবি উপজেলার অনন্তপুর গ্রামের মৃত আঃ রহিমের ছেলে মো.মানিক হোসেন (২৬) ও আরজি অনন্তপুর গ্রামের মোঃ আঃ আওয়ালের ছেলে মো.হারুন-অর-রশিদ (৩২)।
আটককের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলাম জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিক্তিতে জয়পুরহাট শহরের ১ হোটেল আল-জাসিম (আবাসিক)-১ রুমে ভারতীয় মাদকদ্রব্য নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন গোয়েন্দ গোপন সংবাদ র্যাবের কাছে আসলে উক্ত সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার সন্ধায় জয়পুরহাট র্যাবের ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মানিক হোসেন ও হারুন-অর-রশিদ কে ৬৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে র্যাব-৫ এর সদস্যরা।
তিনি আরও জানান, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত মাদক ব্যবসায়ী স্বীকার করে যে ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল বলেও তিনি জানান।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিশেষ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy