নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ এর নেতৃত্বে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল অভিযান চালিয়ে ৮ শত ৫৬ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ সাইদুর রহমান (৪৬) নামে এক মাদক ব্যবসায়ী আটক করেছে।
শনিবার(০২ অক্টোবর) গাইবান্ধার গোবিন্দগঞ্জের গাইবান্ধা উপজেলায় জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আাটক করে।
আটককৃত হলেন,গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার
এমপি পাড়া এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে সাইদুর রহমান।
আটকের বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার সন্ধায় বিশেষ এক গোপন সংবাদের ভিক্তিতে
গোবিন্দগঞ্জ উপজেলার এমপি পাড়া এলাকায় অভিযান চালিয়ে নেশাজাতীয় মাদকদ্রব্য ৮ শত ৫৬ পিস ট্যাপেন্টা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী সাইদুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
আটকের পর র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ধৃত মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে ধৃত আসামী সাইদুর রহমানের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে একটি মামলা দায়ের করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..