নিরেন দাস,জয়পুরহাট,জেলা প্রতিনিধিঃ-
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব পৃথক অভিযান চালিয়ে ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও ইমিটেশনসহ মোছা. বেলু (৫০) নামে এক নারী চোরাকারবারী ও মাদক সেবনের সময়ে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ এর সদস্যরা।
শনিবার (৩০ অক্টোবর) রাতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের এর নেতৃত্বে,ক্যাম্পের আভিযানিক দল সদর উপজেলার দোগাছি ইউনিয়নে চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত নারী চোরাকারবারি হলেন,জেলার পাঁচবিবি উপজেলার পারইল গ্রামের মোজাহার আলীর স্ত্রী মোছা.বেলু।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এক বিশেষ গোপন তথ্যের জয়পুরহাট র্যাব-৫ জানতে পারে যে ভারত থেকে অবৈধভাবে সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও ইমিটেশন সংগ্রহ করে একজন চোরাকারবারি নারী সদর উপজেলার দোগাছি ইউনিয়নের ঘাসুরিয়া গ্রাম হয়ে আটককৃত অবৈধ মালামাল গুলো বিক্রয়ের উদ্দেশ্যে জয়পুরহাট দিয়ে বগুড়ার উদ্দেশ্যে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে।
র্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির ও অতিরিক্ত পুলিশ সুপার মো.জাহিদুল ইসলামের এর নেতৃত্বে, একটি আভিযানিক দল উক্ত গ্রামে শনিবার রাতে বাবুল হোসেন এর বাড়ীর সামনে পশ্চিমে একটি ইট নির্মিত রাস্তার পাশে র্যাব অভিযান চালিয়ে ৭০ পিস ভারতীয় শাড়ি,বার হাজার আটশত চার পিস (১২৮০৪) ভারতীয় পায়েল,দুই হাজার শত পিস (২৭০০) ভারতীয় ইমেটিশন নেকলেছসহ নারী চোরাকারবারি মোছা.বেলু’কে হাতেনাতে আটক করে র্যাব সদস্যরা।
পরবর্তীতে ধৃত নারী চোরাকারবারি আসামী বেলু’র বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে শনিবার রাতেই জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা সদর উপজেলার বাবুপাড়া ও ঘাসুরিয়া গ্রামে মাদক বিরোধী অভিযান (৯) নয় জন মাদকসেবীকে আটক করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের এর সদস্যরা।
মাদক সেবী আটককৃত হলেন,শান্তিনগর আদিবাসী বাবু পাড়ার মৃত বিরষা মিঞ্জির ছেলে শ্রী শিবু মিঞ্জি(৪৮),শ্রী গণেশ উরাও এর ছেলে শ্রী শিরিষ উরাও(৩৭),মৃত আহম্মদ আলী মো.শহিদুল মিয়া(৪৫),সাহেবপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো.মঞ্জু শেখ (৪৭),পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামের মৃত শ্যামা চরণ সরকারের ছেলে শ্রী অজিত চন্দ্র সরকার (৫০),মৃত ইমান মাহাতের ছেলে শ্রী রাবণ মাহাত (৩০),শ্রী কার্তিক মাহাতের ছেলে শ্রী বুদু মাহাত(৩০),মোঃ ইকবাল মোল্লার ছেলে মো. শাহিনুর আলম(২২) ও মাষ্টারপাড়ার মৃত সামছুল হকের ছেলে মো.রবিউল হাসান ওরফে রুবেল(২৮) কে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে র্যাব-৫ এর সদস্যরা
পরবর্তীতে ধৃত নারী চোরাকারবারি আসামী বেলু’র বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ও ৯ জন মাদকসেবীদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
পরে র্যাব-৫,সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির আটকের বিষয়টি নিশ্চিত করে দৈনিক সূর্যোদয় কে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও র্যাব মহাপরিচালকের নির্দেশে মাদক,সন্ত্রাস,চোরাকারবারিসহ সকল প্রকার অপরাধ দমনে প্রতিনিয়তই দিনরাত জয়পুরহাট র্যাব-৫ অভিযান অব্যাহত রেখেছে এবং বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধীদের আটকসহ মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ মালামাল উদ্ধারসহ চালিয়ে যাচ্ছে।
তিনি আরো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরাধ মুক্ত স্বপ্নের সোনার বাংলাদেশ দেশ না গড়া পর্যন্ত র্যাবের সকল অভিযান চলমান থাকবে বলে। সর্বোপরি তিনি বলেন র্যাব-৫ এর সকল কার্যক্রম সাংবাদিক ভাইয়েরা ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় প্রচার করে র্যাব-৫ কে আরো আলোচিত করেছেন বলে। সিপিসি-৩, র্যাব-৫ ক্যাম্পের পক্ষথেকে কৃতজ্ঞতার সহিত সাংবাদিকদের আন্তরিক অভিনন্দনও জানান তিনি।