প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৫, ৪:২০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২১, ৮:৩১ পি.এম
জয়পুরহাটে র্যাবের পৃথক অভিযানে এক কেজি গাজাসহ আটক-১০

নিরেন দাস,জয়পুরহাটঃ-
জয়পুরহাটে র্যাবের পৃথক দুটি অভিযান চালিয়ে ৯ জন জুয়াড়ি ও এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসএম ফজলুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী কমান্ডার এসএম ফজলুল হক জানান, জয়পুরহাট পৌর শহরের সবুজনগর এলাকার সিটি কারিগরি কলেজ মাঠে ও ঈশ্বরপুর এলাকায় রবিবার দুপুর ২ টার দিকে কয়েকজন জুয়া খেলছে এমন গোপন সংবাদ আসে র্যাবের কাছে। এমন সংবাদে র্যাব-৫ এর সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় জুয়া খেলার নগদ টাকা ও তাসসহ ৯ জনকে হাতেনাতে আটক করা হয়।
এদিকে বিকেল ৩ টার দিকে অপর এক অভিযানে সদর উপজেলার ভেটি এলাকা থেকে এক কেজি গাঁজাসহ আব্দুল জব্বার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে র্যাব-৫। আটককৃত আব্দুল জব্বার সদর উপজেলার এলাকার সালেকুল সরদারে ছেলে।
পরে আটককৃ সবার বিরুদ্ধে সদর থানায় প্রকাশ্যে জুয়া আইন-১৯৬৭ ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
প্রতিষ্ঠাতা : মেজর (অব) মোঃ মোদাচ্ছের হোসাইন, সম্পাদক মন্ডলির সভাপতি: বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ এমপি, ব্যবস্থাপনা সম্পাদক: তৌহিদ আহমেদে রেজা, বার্তা সম্পাদক: আসমা আহমেদ কর্তৃক ৫৪ কামাল আতাতুর্ক এভিনিউ সৈয়দ ভবন, ঢাকা-১২১৩ থেকে সম্পাদিত ও প্রকাশিত
© All rights reserved 2020 Daily Surjodoy